এখন জানিনু আমি নহে সূত সুত (Ekhon Janinu Ami Nohe)

এখন জানিনু আমি নহে সূত সুত।
সূর্যের ঔরসে জন্ম, কুন্তীগর্ভ জাত॥
        ক্ষত্রিয় সন্তান আমি,
        সূর্যকে সদা নমি,
দেবী, তব চরণ চুমি, তুমি মোর মাতঃ॥

 

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। কর্ণবধ। প্রথম দৃশ্য। অষ্টম গান। কুন্তীর গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৬৮।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭২৩]
       
  • বিষয়াঙ্গ: মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত 'কর্ণবধ' পালার চাপান সং'-এর অষ্টম গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।