তোমার গানের চেয়ে তোমায় ভালো লাগে আর

তোমার গানের চেয়ে তোমায় ভালো লাগে আরো।
(মোর) ব্যথায় আস প্রিয় হয়ে, কথায় যখন হারো॥
            (তব) সুর যবে দূরে য়ায় চ'লে
            তখন আস মোর অঁখির জলে,
ভালোবাসায় যে মধু দাও বঁধু তা কি ভাষায় দিতে পার॥
আমায় যখন সাজাও সুরে ছন্দে অলংকারে,
তখন তুমি থাক যেন কোন্ গগনের পারে।
            গান থামিয়ে একলা ঘরে
            আস যখন আমার তরে,
সেই ত আমার আনন্দ, তাহা ছন্দে দিতে নারো॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। নজরুলের সুস্থাবস্থায় গানটি কোথাও প্রকাশিত হয়ে নি।
     
  • গ্রন্থ:
    • অপ্রকাশিত নজরুল দ্বিতীয় খণ্ড, হরফ। ব্রহ্মমোহন ঠাকুর।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইনস্টিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১৪৬৩। পৃষ্ঠা ৪৪০]
  • পত্রিকা: পাণ্ডুলিপি [গীতিনাট্য মদিনা, নজরুল ইন্সটিটিউট পত্রিকা. মে ১৯৮৫]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।