চোখের জলে মন ভিজিয়ে যায়
চোখের জলে মন ভিজিয়ে যায় চলে ঐ কোন উদাসী।
বুকে কেন নীরব বীণা মুখে কেন নেইকো হাসি॥
আকাশে চাঁদ তারার মালা
বনের পথে রঙের ডালা
তবু কেন আঁখিতে ওর উথলে পড়ে অশ্রুরাশি॥
বনের হাওয়ায় বাজিয়ে বেণু,
ছাড়িয়ে চলে ফুলের রেণু
বিদেশিকে আন্না ডেকে সাধ হয়েছে ভালবাসি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। নজরুলের সুস্থাবস্থায় এই গানটি কোথাও প্রকাশিত হয় নি।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৫৪৭। পৃষ্ঠা: ১৬৭]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- ড. রশিদুন্ নবী। নজরুল -সংগীত স্বরলিপি (৩৮তম খণ্ড)। নজরুল ইন্সটিটিউট। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ/ জুন, ২০১৬ খ্রিষ্টাব্দে। গান সংখ্যা ২২। পৃষ্ঠা: ৯৬- ৯৯ [নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: গজল
- তাল: কাহারবা
- গ্রহস্বর: র্স