অ্যগ্যর তুম রাধা হোতে শ্যাম (Agar tum radha hote shyam)
অ্যগ্যর তুম রাধা হোতে শ্যাম।
মেরি তরা বস আঠোঁ প্যহ্যর তুম, রট্তে শ্যামকা নাম ॥
বন-ফুলকে মালা নিরালি বন্ যাতি নাগন কালি
কৃষ্ণ-প্রেমকী ভীক্ মাঙ্গনে আতে লাখ্ যনমৃ।
তুম, আতে ইস্ বৃজধাম ॥
চুপ্কে চুপ্কে তুম্রে হিরদয় মে বসতা বন্সীওয়ালা,
অওর, ধীরে ধীরে উস্কী ধুন সে ব্যঢ়তী মন্কি জ্বালা।
পন্-ঘটমে ন্যয়্যন বিছায়ে তুম্, র্যহতে আস্ ল্যাগায়ে
আওর, কালেকে সঙ্গ প্রীত ল্যগাকর্ হো জাতে বদনাম ॥
- রচনাকাল ও স্থান: নজরুল ইন্সটিটিউট থেকে প্রকাশিত [নজরুল সঙ্গীত স্বরলিপি, একচল্লিশতম খণ্ড, অগ্রহায়ণ ১৪২৪] গ্রন্থে অন্তর্ভুক্ত স্বরলিপি অনুসারে জানা যায়- গানটি নজরুল ইসলামের রচিত। প্রকৃতপক্ষে গানটির রচয়িতা ফৈয়াজ হাসমী।
- রেকর্ড: এইচএমভি [নভেম্বর ১৯৩৭ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৪)। এন ১৬৬৮৯। শিল্পী: যূথিকা রায়। হিন্দি ভজন। [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, একচল্লিশতম খণ্ড, অগ্রহায়ণ ১৪২৪] গান সংখ্যা ১। পৃষ্ঠা: ১৭-১৯ [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব সঙ্গীত]
- সুরাঙ্গ: ভজন
- তাল: কাহারবা
- গ্রহস্বর: প্