তুমি আনন্দ ঘনশ্যাম ম্যয় হুঁ প্রেম
তুম আনন্দ ঘনশ্যাম
ম্যায় হুঁ প্রেম দিওয়ানী রাধা ।
বাঁশুরী শুন্ কে তোরি আয়ি মধুবন মে
না মানু কলঙ্ক কি বাধা ॥
প্রাণ কি শূন্য গগর সার পে
আয়ি ভরণ কে যমুনা কে তীর পে
ভাব তরঙ্গ রঙ উমাঙ্গ সাজানে ম্যায়
শুন তোহারি বাঁশুরী সাধা ॥
অনন্তকাল সে যুগ-যুগান্ত
হৃদয় বৃন্দাবন মে,
তুম্হারে হাম্রে এহি লীলা নাথ
চলত্ রহি মন মে-
মেরে সাথ রোয়েঁ প্রেম-বিগলিতা
ভক্তি বিশাখা প্রীতি ললিতা
তুম্ কো যো চাহে মেরি তারহে সে
রোয়ত্ জীব সমাধা ॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দে কিছু রেকর্ড প্রকাশিত হয়েছিল। তবে ১৯৪০ খ্রিষ্টাব্দের কোন মাসে প্রকাশিত হয়েছিল, তা জানা যায় নি।
নজরুলের রচিত এই হিন্দি গানটির সমতূল্য বাংলা গান হলো- তুমি আনন্দ ঘন-শ্যাম [ [তথ্য]
- গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২৪৬৬। পৃষ্ঠা ৭৬১]
- রেকর্ড: মেগাফোন [১৯৪০ (১৩৪৬-১৩৪৭)। জেএনজি ১১৯৬। এসএল সায়গল। ট্রেনার: হিমাংশু দত্ত। সুর হিমাংশু দত্ত] রেকর্ড নম্বর নিয়ে সন্দেহ আছে।
- সুরকার: হিমাংশু দত্ত
- স্বরলিপিকার:
- সেলিনা হোসেন। [নজরুল সঙ্গীত স্বরলিপি, একান্নতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪২৭। জুন ২০২১। রেকর্ডে এসএল সায়গল' (সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়) র গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। গান সংখ্যা ১৩। পৃষ্ঠা: ৬২-৬৫। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন ধর্ম, বৈষ্ণব, হিন্দি গান]
- সুরাঙ্গ: ভজন
- তাল: কাহারবা
- গ্রহস্বর: সা।