পাল্লু ছোড়ো সজন ঘর যানা রে
পাল্লু ছোড়ো সজন ঘর যানা রে
জরা নয়নো সে নয়না বিতানা রে।
মাটি পড়ে সরাবো সে পিনেস গগরিয়া
সুবাহ হো গায়ি করুকা বাহানা রে॥
বড়া পেয়ার হ্যায় তুমসে পলঘট আনে কা
জরা ধীরে সে বীন বাজানা রে॥
সাড়ি তেরি হ্যায় পল রঙ্গীন আঁখিয়া টুটেগা
জরা সিনে সে আঁচল হটানা রে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটির রেকর্ড নম্বর ও প্রকাশকাল নিয়ে সন্দেহ আছে।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪৭৬। পৃষ্ঠা: ৭৬৪]
- রেকর্ড: মেগাফোন [অক্টোবর ১৯৩৩ (আশ্বিন-কার্তিক ১৩৪০)]। জেএনজি ৫২৩। শিল্পী: কানন দেবী।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সেলিনা হোসেন। [নজরুল সঙ্গীত স্বরলিপি, একান্নতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪২৭। জুন ২০২১। রেকর্ডে কানন দেবী'র গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। গান সংখ্যা ১৮। পৃষ্ঠা: ৮০-৮২ [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম [হিন্দি গান]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
- তাল: কাহারবা
- গ্রহস্বর: রজ্ঞ