আমরা কেমন সুখী
আমরা কেমন সুখী।
জংলী মায়ের জংলী খোকা-খুকী॥
যেন বনের মৌটুসী
থাকি সদাই খুশী ॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি। সম্ভবত কবি এটি রচনা করেছিলেন ১৯৪১-৪২ খ্রিষ্টাব্দের ভিতরে।
- গ্রন্থ:
- শাল-পিয়ালের বনে [গীতিনাট্য]। ছেলে এবং মেয়ের গান। নজরুল-রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ। সপ্তম খণ্ড। বাংলা একাডেমী নভেম্বর ২০১২। পৃষ্ঠা: ২১৩।