এবারের পূজা মাগো দশভূজা বড় দুর্গতিময় [এবারের পূজা]
নাটক: এবারের পূজা
(মা! মা! মা! মাগো)
এবারের পূজা মাগো দশভূজা বড় দুর্গতিময়!
আকাশ ঘিরেছে কালো মেঘে, যেন আশ্বিন মাস নয়॥
ডাইনে বাঁ ধারে ভীষণ আঁধারে হাঁটু কাঁপে আর হাঁটি
আমড়ার মত হয়ে আছি, মাগো, চামড়া এবং আঁটি॥
বাজের আওয়াজে ল্যাজ গুটায়েছে বাঘও ভয় পায় মাগো,
শিং নেড়ে তেড়ে আসে মহিষ-অসুর, সকলের বলে ভাগো।
নন্দী ভৃঙ্গি সিঙ্গি আসিলে তাহারও ভয় পাবে,
তাদের দিব্য-দৃষ্টি লয়েও আঁধারে হোঁচট খাবে।
চোঁয়া ঢেকুর উঠে মা – মেকুর ডাকিলে কেঁদে ওঁয়াওঁয়া,
ঢেঁকির আওয়াজ শুনলে মাগো, ভয়ে খাড়া হয়ে ওঠে রোঁয়া।
সত্য পথে মা চলিতে পারি না – পথে কাদা রাখে ঢেলে,
উচিত কথা মা বলিতে পারি না – চিৎ করে দেয় ফেলে।
এ চিতে শক্তি দে মা, চিৎ করব ভয়কে
এবার বলবো তোরে খাবো মা, মাগো॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ২৩৬৮। পৃষ্ঠা: ৭২৩]