আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বরষের শেষে (aj chokher jole prarthona mor sesh borosher sheshe)

রাগ: ভৈরবী, তাল: কাওয়ালী

আজ     চোখের জলে প্রার্থনা মোর শেষ বরষের শেষে
যেন     এমনি কাটে আস্‌ছে-জনম তোমায় ভালোবেসে॥
                এমনি আদর, এমনি হেলা,
                মান-অভিমান এমনি খেলা,
            এমনি ব্যথার বিদায়-বেলা এমনি চুমু হেসে,
যেন     খণ্ডমিলন পূর্ণ করে নতুন জীবন এসে।
এবার   ব্যর্থ আমার আশা যেন সফল প্রেমে মেশে॥
যেন     আর না কাঁদায় দ্বন্দ্ব-বিরোধ, হে মোর জীবন-স্বামী,
এবার   এক হয়ে যাক প্রেমে তোমার তুমি আমার আমি।
                আপন সুখকে বড় ক'রে
                যে-দুখ পেলেম জীবন ভ'রে,
            এবার তোমার চরণ ধরে নয়ন-জলে ভেসে
যেন     পূর্ণ করে তোমায় জিনে সব-হারানোর দেশে
মোর    মরণ-জয়ের বরণ-মালা পরাই তোমার কেশে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিন (অক্টোবর ১৯২৩) মাসে 'দোলন-চাঁপা' কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত গানটির শিরোনাম ছিল 'আশা'। এই  সময় নজরুলের বয়স ছিল ২৪ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • দোলন চাঁপা
      • প্রথম সংস্করণ। [আশ্বিন ১৩৩০ বঙ্গাব্দে (অক্টোবর ১৯২৩)] শিরোনাম: শেষ প্রার্থনা
      • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ, প্রথম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। দোলন চাঁপা। শিরোনাম: শেষ প্রার্থনা। পৃষ্ঠা: ৯৪-৯৫।
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ। ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। ঠুংরী। ৮। ভৈরবী-কাওয়ালী।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] নজরুল গীতিকা। ৩৮। ঠুংরী। ভৈরবী-কাওয়ালী। পৃষ্ঠা: ১৯৮-১৯৯]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।