ঝলমল জরীণ বেণী দুলায়ে প্রিয় কি এলে সজল (jholmol jorin beni dulaye priyo ki ele shojol)
ঝলমল জরীণ বেণী দুলায়ে প্রিয় কি এলে সজল
শাওন-মেঘে কাজল নয়ন মেলে॥
কেয়া ফুলের পরিমল, ঝুরে মরে তব পথে,
হেরি দীঘল তব তনু তাল পিয়াল তরু পড়ে হেলে’॥
পরিবে বলিয়া খোঁপায় ঝরিছে বকুল চাঁপা
তোমায় খুঁজিছে আকাশ তারার প্রদীপ জ্বেলে॥
তোমারি লাবনি প্রিয়া ঝরিছে শ্যাম মেঘে,
ফুটালে ফুল মরুভূমে চঞ্চল চরণ ফেলে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯) প্রকাশিত 'বনগীতি' গ্রন্থে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- বনগীত
- প্রথম সংস্করণ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)। ১২ সংখ্যক গান। মাঢ়-কার্ফা]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। বনগীতি। ১২ সংখ্যক গান। মাঢ়-কার্ফা। পৃষ্ঠা ১৮৪]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। ২১৭৯ সংখ্যক গান। রাগ: মাঢ়, তাল: কাহারবা। পৃষ্ঠা: ৬৫৫-৬৫৬।
- বনগীত
- রেকর্ড: মেগাফোন [জুন ১৯৩৫ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪২)]। জেএনজি ১৮৭। শিল্পী: জ্ঞান দত্ত।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সেলিনা হোসেন। [নজরুল সঙ্গীত স্বরলিপি, বায়ান্নতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪২৭। জুন ২০২১] রেকর্ডে জ্ঞান দত্তের গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। গান সংখ্যা ১৬। পৃষ্ঠা: ৭১-৭৩ [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি ও প্রেম
- সুরাঙ্গ: গজলাঙ্গ
- রাগ: মাড় (মাণ্ড, মাংড)
- তাল: কাহারবা
- গ্রহাস্বর: গ