কার স্মৃতি উদাসী ভোরে

কার স্মৃতি উদাসী ভোরে
ঘুম ভাঙায়ে জাগাল মোরে
শুকতারা ছলছল
ও কি তার আঁখিজল,
হিমেল হাওয়ায় সেই অশ্রু কি শিশির হইয়া ঝরে॥
অস্ত চাঁদে হেরিয়া কাঁদে আমার হিয়ায় কে, ও কি সেই,
আমার মনে রজনীগন্ধা সুরভি আনিল সে, ও কি সেই।
মোর বিরহী-হিয়ায় ও-চাঁদ স্বপনে
জড়ায়ে ছিল কি গভীর গোপনে,
এত কাছে তবু এত দূরে, কেন ধরিতে নারি ওরে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫৩৮। পৃষ্ঠা: ৭৮১ ]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।