কে জানে মা তব মায়া মহামায়ারূপিণী

কে জানে মা তব মায়া মহামায়ারূপিণী
বিরাজ সর্বত্র তুমি বিশ্বব্যাপিনী॥
প্রথমে মা মহাকালী দ্বিতীয়ে মা তারা
তৃতীয়ে ষোড়শীরূপ পুরিল ত্রিপুরা
চতুর্থে ভুবনেশ্বরী পঞ্চমে ভৈরবী নারী
তেমন বিচিত্রিময়ী হর-মন-বিমোহিনী॥
ষষ্ঠে ছিন্নমস্তা রূপ ধারণ-করিলে
নিজ মুণ্ড খণ্ড করি করেতে ধরিলে
তিন ধারে রক্ত পড়ে একধারা নিজে পান করে
দু-ধারা দুই ধারে পড়ে দুই ধার দুই যোগিনী॥
সপ্তমে মা ধূমাবতী অষ্টমে বগলা
নবমে মাতঙ্গীরূপ দশমে কমলা
আসা যাওয়া বারেবার প্রাণে তো সহে না আর
নিজ গুণে দয়া কর অজ্ঞান জ্ঞান দায়িনী॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন- চৈত্র ১৩৪৪) মাসে এইচএমভি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল, এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৯ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। মার্চ ১৯৩৮ (ফাল্গুন- চৈত্র ১৩৪৪)। এন ১৭০৫২। শিল্পী: চিত্তরায়
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: নিখিলরঞ্জন নাথ [নজরুল সঙ্গীত স্বরলিপি, তেইশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। কার্তিক ১৪০৯ নভেম্বর ২০০২ খ্রিষ্টাব্দ] ষষ্ঠ গান।  [নমুনা]
     
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।