কেন চঞ্চল অঞ্চল দুলিয়া ওঠে রহি' রহি'

কেন চঞ্চল অঞ্চল দুলিয়া ওঠে রহি' রহি'।
মুহু মুহু কুহু কুহু কুহু যে কহে এলে কে বিরহী॥
কেন নূপুর বেজে ওঠে ছন্দে
দোলা লাগে অঙ্গে আনন্দে,
দখিন হাওয়া কেন অধীর হল হেন -
কুসুমের কানে যায় কি কথা কহি'॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১২৩০ সংখ্যক গান।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।