গাও স্যব ভারত ক্য প্যারা

গাও স্যব ভারত ক্য প্যারা।
ঝাণ্ডা উঁচা র্যহে হামারা॥
হিন্দুস্থানকা তিলক থা বো
মিটগ্যয়ে আব্ মিটগ্যয়ে উয়ো,
ভ্যকত্ তুমহি হো দেশ তুমহারা॥
হিন্দু-মুসলমান স্যব মিলি আও
ভুলো ভেদ অ্যর গ্যল ল্যগ যাও,
গাও প্রেম নদী কিনারা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন-১৩৪৫) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, ৬৭৮ সংখ্যক গান (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৭। ফেব্রুয়ারি ২০১১)। গান- ৬৭৮। পৃষ্ঠা: ২০৬-২০৭।
  • রেকর্ড:এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৮ (ভাদ্র-আশ্বিন-১৩৪৫)। এন ১৭১৯০। শিল্পী: কুমারী বিজনবালা ঘোষ। সুর: কুমারী বিজনবালা ঘোষ]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।