চঞ্চল সুন্দর্ ননদ্ কুমার গোপী
চঞ্চল সুন্দর্ ননদ্ কুমার গোপী চিতচোর প্রেম্ মনোহর নওল কিশোর।
বাজতহি মন্মে বাঁশুরি কি ঝঙ্কার, নন্দকুমার নন্দকুমার নন্দকুমার॥
শ্রবণ-আনন্দ বিছুয়া কি ছন্দ রুনুঝুনু বোলে
নন্দ্কে আঙ্গ্নামে নন্দন চন্দ্রমা গোপাল বন্ ঝুমত ঝুমত ডোলে,
ডগমগ ডোলে, রাঙ্গা পাঁউ বোলে লঘু হোকে বিরাট ধরতী কা ভার॥
রূপ নেহারনে আয়ে লূক ছিপ্ দেওতা
কোই গোপী গোপী বনা কোই বৃক্শ লতা,
নদী হো বহে লাগে আনন্দকে আঁসু যমুনা জল সুঁ –
প্রবণতা প্রকৃতি নিরালা সাজায়ে, পূজা কর্নেকো ফুল লিয়ে আয়ে বন্ডার॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার ৩০ ভাদ্র ১৩৪৩) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রের এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৪ মাস।
গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭ / ফেব্রুয়ারী,২০১১) নামক গ্রন্থের ২৪৫৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭৫৮।
- রেকর্ড: টুইন [নভেম্বর ১৯৩৬ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩) । এফটি ৪৬৫০। শিল্পী: নিতাই ঘটক ও রেবা সোম। সুর নজরুল ইসলাম]