ছি ছি সই, সে কালা বই, চিন্তা নাই আর

ছি ছি সই, সে কালা বই, চিন্তা নাই আর।
দরশন পেলি না তাঁর, কুঞ্জে আসা হলো সার॥
        চায় না লো নাগর তোর পানে,
        তুই কাঁদিস লো তাঁর জন্যে,
মান ও লজ্জার মাথা, খেলি লো এইবার॥
        নিঠুর হয়েছে কালা,
        তুইও করিস্ ছলাকলা,
বাঁশির ডাকে কদম তলা, ছল করে যাস্ না লো আর॥
        নজরুল এসলাম ভাবে বসে,
        মরলি রাধা করম দোষে,
কুল হারালি পিরিত বশে, করিস কেন মুখ ভার॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। রাধা-কৃষ্ণ বিষয়ক গান। [১৮] সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৪০২।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯০৪]
  • বিষয়াঙ্গ: কোনো পালা বা চাপান-উতোর সং-এর অংশ হিসেব পাওয়া যায় না। ভণিতা 'নজরুল এসলাম'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।