তব রূপের সায়রে

তব রূপের সায়রে ও নয়ন শাপ্‌লা সুঁদির ফুল,
তুলিতে গিয়া ডুবিল শত যে পথিক বেভুল॥
সুন্দর ফণির শিরে ও যেন যুগল মণি,
যে গেল সে মণির মায়ায় তারে দংশিল অমনি।
                শত সে হৃদয়-নদী
                কেঁদে যায় নিরবধি,
সাগর-ডাগর ও আঁখি পানে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইনস্টিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২২৩৯। পৃষ্ঠা ৬৭১]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।