তোমার লীলারসে হে কৃষ্ণ গোপাল

তোমার লীলারসে হে কৃষ্ণ গোপাল ডুবিয়ে রাখ মোরে।
তোমার আনন্দ-ব্রজে হে নন্দ-দুলাল রাখিও সাথী ক’রে॥
যে গোঠে চরাও ধেনু কিশোর রাখাল
(সেথা) রাখাল বালক যেন হই চিরকাল,
যে ফুলেল গেঁথে মালা পরায় ব্রজের বালা
(যেন০ রাখাল বালক যেন হই চিরকাল,
যে ফুলের গেঁথে মালা পরায় ব্রজের বালা
(যেন) লুকায়ে তাকি সেই ফুলের ডোরে॥
যে যমুনা-জলে যে কদম-তলে তুমি বিহর, প্রিয়
যেথা রাধার সনে রহ নিরজনে সেথা মোরে ডাকিও।
লাখো জরম ল’য়ে লাখো যুগ আসিব
(তব) নিত্য-রাসলীলা রসে ভাসিব
মোক্ষ মুক্তি আমি চাহি না জীবন-স্বামী
হেরিব তোমারে শুধু নয়ন ভ’রে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ২৮শে এপ্রিল  (বৃহস্পতিবার ১৫ বৈশাখ ১৩৪৫) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রের এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৯২৯। পৃষ্ঠা: ৫৮১]
  • রেকর্ড: রেকর্ড কোম্পানির সাথে চুক্তি [২৮ এপ্রিল ১৯৩৮ (বৃহস্পতিবার ১৫ বৈশাখ, ১৩৪৫ )]। শিল্পী: সুধীর দত্ত। রেকর্ডটি বাতিল হয়ে গিয়েছিল।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।