তোরে সেই দেশে লয়ে যাব যথা না শুনিবি শ্যাম নাম

তোরে   সেই দেশে লয়ে যাব যথা না শুনিবি শ্যাম নাম।
          যথা শ্যামের স্মিরিতি নাই শ্যামের পিরিতি নাই
          যথা বাজে না শ্যামের বাঁশি নাই ব্রজধাম॥ 

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। পৃষ্ঠা: ৩০৯] অন্তর্ভুক্ত হয়েছে 'বিদ্যাপতি; নামক একটি 'পালা-নাটিকা'। রচনাকাল উল্লেখ করা হয়েছে ১৯৩৫। তবে এর সাথে মাসের উল্লেখ নেই। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৯৪১। নাটক: 'বিদ্যাপতি' (স্তব)। পৃষ্ঠা: ৫৮৪]
    • বিদ্যাপতি। পাণ্ডুলিপি। পঞ্চম খণ্ড। বিজয়ার গান। [নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। পৃষ্ঠা: ৩১৯]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।