পড়েছ ফাঁদায় হে

পড়েছ ফাঁদায় হে, এই বারে, সভার মাঝে।
কেমন মুসলমান, দেখ তুমি, অদ্য এই আসরে॥
        আমায় ঠকানোর জন্যেতে,
        খৎনা দিয়ে ছিলে সভাতে,
        কিন্তু শুধাই হতজ্ঞান,
        দেখ রে তাহার প্রমাণ,
যুবা হলে মুসলমান, খৎনা দিয়েছে কোথা রে॥
        হজরত ওমর যিনি,
        মুসলমান হন যখন তিনি,
        তাঁহারে নবী পাকতন,
        খৎনা দেন নাই তখন,
তবে সে দুর্জন, কোন সাহসে এ কাজ করে॥
        যুবা বৃদ্ধ ইসলাম গ্রহণ,
        কর যদি কেহ কখন,
        খৎনা দিবার প্রথা,
        নাই হাদিসে কোথা,
ধর্মের সব চুষ্ রে মাথা, আছিস্ ভ্রম অন্ধকারে॥
        নজরুল এসলাম বলে ভেবে,
        দিন কানা হয়েছিস্ সবে,
        দেখিস নাই কোরান হাদিস,
        দেখ্‌লে পরে তত্ত্ব জানতিস্,
জুটেছিস্ যত ইবলিস্ এঁড়ে বক্‌না চিনিস্ না রে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। উতোর গান [৩]। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৪১৫
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৯০১।]
  • বিষয়াঙ্গ: উতোর সং-এর নাম পাওয়া যায় নি । ভণিতা নজরুল এসলাম।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।