পরদেশী আয়া হুঁ দরিয়া কে পার

পুরুষ:  পরদেশি আয়া হুঁ দরিয়া কে পার
           রাহ্‌ বাতা কেয়ি য়্যার দিল্‌দার॥
স্ত্রী:       নওজওঁয়া পরদেশি পিয়া, অ যাও দিল্ কনার॥
পুরুষ:   সমজ‌ঝতা হুঁ বে-জবাঁ তুঝে
স্ত্রী:       জবান ফজুল যব সামঝা মুঝে,
পুরুষ:   মেরে খাব মে-নকাব হো তুম্ রকৌলি কোহে কাঁফ মে।
স্ত্রী:       মেরে আসমান কিয়া রওশন তুম্ পিয়া-
           তুম্ লায়ে বাগ মে বাহার॥
পুরুষ:   তেরে লব পে মিঠি সরাব
           আঁখ মে দরিয়া কে আব,
স্ত্রী:       তুম্ হো সুব্‌হ উমেদ রঙ্গীন তুম্ আফতাব।
উভয়ে:  পরী অওর ইন্‌সান হুয়া দোনো একজান, দুনিয়া পরেস্তান
           এক হো গিয়া আজ এশ্‌ক্ মে গুলজার॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪০) মেগাফোন  রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় এই সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ৩-৪ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) গান সংখ্যা ২৪৯৪। পৃষ্ঠা: ৭৬৯।
  • রেকর্ড: মেগাফোন  [ আগষ্ট ১৯৩৩ (শ্রাবণ-ভাদ্র ১৩৪০)। নম্বর জেএনজি ৫১৭। শিল্পী: মিস্ রাজলক্ষ্মী ও জ্ঞান দত্ত]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।