প্রদীপ নিভায়ে দাও (prodip nibhaye dao)

প্রদীপ নিভায়ে দাও, উঠিয়াছে চাঁদ।
বাহুর ডোর আছে, মালায় কি সাধ॥
ফুল আনিও না ভবনে
কেশের সুবাস তব ঘনাক মনে,
হৃদয়ের লাগি মোর হৃদয় কাঁদে চন্দন লাগে বিস্বাদ॥
খোলো গুণ্ঠন, ফেলে দাও আভরণ,
হাতে রাখ হাত, তোলো আনত নয়ন।
বাহিরে বহুক বাতাস
বক্ষে লাগুক মোর তব ঘন শ্বাস,
চম্পার ডালে ব’সে মোদেরে দেখে,
কুহু আর পাপিয়ার করুক বিবাদ॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৫৯ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ (২৫ মে ১৯৫২ খ্রিষ্টাব্দ),  গানটি বুলবুল দ্বিতীয় খণ্ডে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। প্রকাশিকা হিসেবে নাম ছিল- মিসেস প্রমীলা নজরুল।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১৫৪৮। পৃষ্ঠা ৪৬৪-৪৬৫]
    • বুলবুল
      • দ্বিতীয় সংস্করণ [১১ জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দ। (রবিবার, ২৫ মে ১৯৫২)]।
      • নজরুল-রচনাবলী, ষষ্ঠ খণ্ড (বাংলা একাডেমী, ১২ ভাদ্র, ১৪১৪। ২৭ আগস্ট, ২০০৭)] -এর ২৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৬৫।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।