বঁধু তব প্রেম অনুরাগে

বঁধু তব প্রেম অনুরাগে
আমারই কাছে গো, মোর তনুমন কেন সুন্দর লাগে॥
বঁধু জ্বালাইলে কোন্‌ আলো
আজ তোমারই মতো আমারেও লাগে ভালো।
মোর সঙ্গে অঙ্গে যেন অনঙ্গ-মঞ্জরি রুপ জাগে॥

বঁধু তুমি যবে রহ পাশে
রস-আবেশ-মাধুরীতে মন অবশ হইয়া আসে (গো),
লয়ে শত ফাল্গুন মধু
কিশোরী বয়স ফিরে এলো যেন বঁধু;
আজ সেদিকে তাকাই রেঙে ওঠে সেই দিক কুসুম ফাগে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭/ফেব্রুয়ারি, ২০১৪)। গান সংখ্যা ২০৪০। পৃষ্ঠা: ৬১৪-৪১৫।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।