বরিষণ-শেষে ডাকিয়া যূথীরে কহিল মালতী-কলি

বরিষণ-শেষে ডাকিয়া যূথীরে কহিল মালতী-কলি –
‘আমি দুলিব পিয়াল-কোলে পিয়া, পিয়া বলি’॥
            চাহিয়া বারেক রবিকরে
            তুমি বুঝিবে ধূলির ’পরে,
সৌরভ তব থরে থরে, তবু আসিবে না তব অলি॥
            সিক্ত বাতাসে চাঁদের আবেশে
            শ্বেত পুষ্পের স্নিগ্ধ সুবাসে,
প্রেম ও প্রীতির সুরভি-আকাশে – যূথী-দল প’ড়ে ঢলি’॥
বিদায়-বেলায় যূথিকা কহিল – বিলাতে আমি
                           আসিনু ধরায় নামি’,
প্রেমের মিলন-বাসরে, আমারে যেয়ো গো দলি’॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৫৯৭ গান। পৃষ্ঠা: ৪৭৮।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।