বল বল ওহে ওস্তাদ, কবিরাজ কি ঔষধ দিবে

বল বল ওহে ওস্তাদ, কবিরাজ কি ঔষধ দিবে।
নন্দরাজ কি করিবে? মা যশোদা কি করিবে॥
            কারা ঔষধ আনতে যাবে,
            বল তাদের কি হইবে,
গোকুলবাসী কি করিবে, সে সব কথা বলে যাবে॥
            কানুর অসুখ হলো কিসে,
            বলে যাবে তাহার দিশে,
কি হইবে অবশেষে, সে সব কথা বলে যাবে॥
            ভোমর কবি এ আসরে
            রাধা-কৃষ্ণে প্রণাম করে,
তুমি ভেদের কথা বল্‌লে পরে, মনের সুখে জিলিপী খাবে॥

*১. পূর্বে লেটোর আসরে বড় বড়  কাংনি জিলিপী সাজানো থাকতো। গানের আসরে যারা বিজয়ী হতো, তারা এই জিলিপী পেতো।

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। কলঙ্কভঞ্জন। প্রথম দৃশ্য। পঞ্চম দৃশ্যান্তর। প্রথম গান। গোদাকবির গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৩০-১৩১।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৬৭৬]
  • বিষয়াঙ্গ: কৃষ্ণপালা অবলম্বনে রচিত 'কলঙ্কভঞ্জন' পালার চাপান সং'-এর  দ্বাদশ গান। ভণিতা 'ভ্রমর কবি' ।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।