বলবো না মোর, মনের কথা কি যে

মেয়ে :  বলবো না মোর, মনের কথা কি যে,
           তুমি নাও বুঝি নাও নিজে।
ছেলে :  দায় পড়েছে আমার বুঝতে ছলনা,
           তুমি বলবে বল, না হয় বলো না,
মেয়ে :  তবে ঘুর ঘুরিয়ে ঘুরছ কেন পিছে।
           যা খুশি তাই ভাবতে পার, ভাবতে পার নিজে॥
ছেলে :  মনটি তোমার মোটেই নবকো সোজা,
           মেয়ে তো নও একটি যেন আড়াই মণের বোঝা।
মেয়ে :  কে কার বোঝা টানে,
           রোজ দু'বেলা হাত পুড়িয়ে ভাত রেঁধে কে আনে।
ছেলে :  তোমায় ও সব হাঁড়ির খবর জানতে আসিনি যে॥
           তবে দু'চোখ ভরা জল শুধু যে আমায় টেনে আনে।
মেয়ে :  ও কিছু নয়, বৃষ্টিতে চোখ ভিজে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। ডুয়েট গান। ২য় গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৪০৫-৪০৬।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯১৫]
  • বিষয়াঙ্গ: দ্বৈত সঙ্গীত (প্রেম)। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।