সখি সাজায়ে রাখ্ লো (sokhi sajaye rakhlo)

সখি     সাজায়ে রাখ্ লো পুষ্প-বাসর তেমনি করিয়া তোরা,
          কে জানে কখন্ আসিবে ফিরিয়া গোপিনীর মনোচোরা।
          (সে কি) ভুলিয়া থাকিতে পারে, তা'র চির দাসী রাধিকারে,
          কত ঝড় ঝঞ্ঝায় বাদল-নিশীথে এসেছে সে অভিসারে॥
          মধু-বন হ'তে চেয়ে আন্ আধ-ফোটা বনফুল,
          পাপিয়ারে বল গান গাহিতে অনুকূল।
          চাঁপার কলিকা এনে নূপুর গেঁথে রাখ
          তেমনি তমাল-ডালে ঝুলনা বাঁধা থাক্।
          দেহের ডালায় রূপ-অঞ্জলি ধরিয়া
          রাস-মঞ্চে চল্ বেশ ভূষা করিয়া।
আখার: [বেঁধে রাখ্ লো- ঝুলনা তেমনি বেঁধে রাখ্ লো-
          তমাল-ডালে ঝুলনা তেমনি বেঁধে রাখ্ লো]
          সখি, যোগিনীর বেশ ছাড়িয়া আবার পরিব নীলাম্বরী,
           মধুরা ত্যজিয়া এ ব্রজে ফিরিয়া আসিবে কিশোর হরি ॥
          হরি ফিরিয়া আসিবে, সময় পাবি না তোরা মুছিতে চোখের জল
          আনন্দে ভাসিবে, আনন্দ ব্রজধামে আনন্দে ভাসিবে॥
আখর:  [ফিরে আসিবে- কিশোর নটবর ফিরে আসিবে-
          এই ব্রজ পদরজ দিতে ফিরে আসবে আসিবে]
          আনন্দে ভাসিবে- নিরানন্দ ব্রজপুরে আনন্দে ভাসিবে-
          এ নিরানন্দ ব্রজপুরে হরিপদ -রজ লভি, আনন্দে ভাসিবে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৬) মাসে, এইচএমভি গানটির রেকর্ড করেছিল। পরে রেকর্ডটি বাতিল হয়ে যায়। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৮ মাস।

  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২৭৫৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৮৪৩।
  • রেকর্ড:
    • এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৪০ (মাঘ-ফাল্গুন)। শিল্পী: রত্নেশ্বর মুখোপাধ্যায়। রেকর্ডটি বাতিল হয়] [জয়তী চক্রবর্তী (শ্রবণ নমুনা)]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।