বাতা দে রে যমুনাকে জল কাঁহা মেরে শ্যামল

বাতা দে রে যমুনাকে জল কাঁহা মেরে শ্যামল।
কোন্ বনমে বাঁশরি বজায় রে উয়ো মেরে চঞ্চল॥
নন্দ্‌কে ভবন কাঁহা খেলত গোপাল যাঁহা
রার করত কাঁহা উয়ো মেরে শ্যামল॥
ম্যয় পুছা ব্রজবাসীকো সব ম্যয় পুছা কৃষ্ণ কাঁহা হোই,
শুনতে হি সব্ রোনে ল্যগে বাত্ বোলে কোই।
লেতা কৃষ্ণ জিকে নাম আয়া রো রো কে ইয়ে ব্রজধাম,
হায় দরশন কি আশ্ কোন্ মিটায়ে কারে জীবন সফল্॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের মে মাসে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৪), এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানের একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪৭৯। পৃষ্ঠা: ৭৬৫। 
  • রেকর্ড: এইচএমভি [মে ১৯৩৭ খ্রিষ্টাব্দ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৪)।  শিল্পী: নীলমণি সিংহ। রেকর্ডি পরে বাতিল হয়ে যায়] 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।