মাগো মহিষাসুর সংহারিণী

মাগো মহিষাসুর সংহারিণী
অসুর কারায় শৃঙ্খলিতা।
কাঁদিছে মা গো তব দুহিতা॥
ওমা দৈত্য দলে তুই বিনাশছলে
আশ্রয় দিলি মাগো চরণতলে
অভাজনে মহামায়া দিবি নাকি পদছায়া
করুণাময়ী মাগো আশ্রিতপালিনী॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ৩৪৩)মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি মন্মথ রায়ের রচিত '‌‌সুরথ উদ্ধার‌' নাটক প্রকাশ করে। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৫ মাস।

  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২০৭৫। পৃষ্ঠা: ৬২৫] এই গ্রন্থে অন্তর্ভুক্ত গানের উপরে 'সুরথ-উদ্ধার' উল্লেখ নেই।
     
  • রেকর্ড: এইচএমভি [নভেম্বর ১৯৩৬ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩)। সুরথ উদ্ধার। মন্মথ রায় রচিত নাটক। এন ৯৮১৪। শিল্পী হরিমতী।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।