রুমু ঝুম্ঝুম্ জল-নূপুর বাজায়ে কে-
রুমু ঝুম্ঝুম্ জল-নূপুর বাজায়ে কে-
মোরে বর্ষার প্রভাতে গেলে ডেলে॥
কে গো আনন্দিনী, কাহার নন্দিনী
শ্রবণ মন বলে তোমারে চিনি চিনি,
তব আসার আশে, চির-বিরহিণী
পথ চেয়ে আছি কবে থেকে॥
মনের মধুবনে সহসা পাপিয়া
'পিয়া পিয়া' ব'লে উঠিক ডকিয়া,
তোমার স্মৃতি আজি উদাস-আকাশে-
মেঘের কাজল দিল মেখে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৭৩০। পৃষ্ঠা: ৫১৫]