লীলা-চঞ্চল ছন্দ দোদুল চল-চরণা

লীলা-চঞ্চল ছন্দ দোদুল চল-চরণা।
হেলে দুলে এলে কে গো গিরি-ঝরনা॥
দুলিযে জলের জরিন বেণী নাচো আনন্দে
রামধনুতে ওড়ে তব রাঙা ওড়না॥
বুল্বুলিরে গান গাওয়াও গো, নাচাও ময়ূরে,
ফুল-ভূষণে সাজে কানন নিরাভরণা॥
চাহয়া আছি তোমার, পথে শুনেছি নূপুর।
কবে মিলবে আমার প্রেম-পাথরে সাগর-শরণা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগস্ট (শ্রাবণ-ভাদ্র (১৩৪২) মাসে,  টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড করা হয়। পরে রেকর্ডটি বাতিল হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২)। ১৭৩৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫১৭।
  • রেকর্ড: এইচএমভি [আগষ্ট ১৯৩৬ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৩)। শিল্পী: মিস মাণিক মালা। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।