সখি এ নিবিড় বিরহ-বেদনা (sokhi e nibir biroho bedona)

সখি এ নিবিড় বিরহ-বেদনা সহিতে পারি না আর।
তুলসী বিনা কে জানে নারায়ণ-শিলার কত সে ভার!
পাষাণের নারায়ণে ভালোবেসে
এ কূল ও কূল গেল মোর ভেসে
সুখ-আশে এসে গোকুলে দেখি বিরহের পারাবার॥
গোবিন্দ যেথা, সেথাই যদি এ অশ্রুর ঢলাঢলি,
কুলে কালি দিয়ে এনু যে অকূলে, কার কাছে আর বলি!
সখি, এ যে শুধু রোদন-বিলাস
তারে চেয়ে কারও মিটেছে কি আশ?
বুকে যে পেয়েছে তার বুকে নাকি আরো বেশি হাহাকার॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৩৪। পৃষ্ঠা: ৯২৯]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।