তিমির-বিদারী অলখ-বিহারী (timiro-bidari olokho bihari)

রাগ: ভৈরবী, তাল: কাহারবা

তিমির-বিদারী অলখ-বিহারী কৃষ্ণ মুরারি আগত ঐ
টুটিল আগল নিখিল পাগল সর্বসহা আজি সর্বজয়ী॥
বহিছে উজান অশ্রু-যমুনায়
হৃদি-বৃন্দাবনে আনন্দ ডাকে, (ওরে) 'আয়',
বসুধা যশোদার স্নেহধার উথলায়
(ওগো) কাল্‌-রাখাল নাচে থৈ-তা-থৈ॥
বিশ্ব ভরি' ওঠে স্তব নমো নমঃ
অরির পুরী-মাঝে এলো অরিন্দম।
ঘিরিয়া দ্বার বৃথা জাগে প্রহরী জন
বন্ধ কারায় এলো বন্ধ-বিমোচন,
ধরি' অজানা পথ আসিল অনাগত
জাগিয়া ব্যথাহত ডাকে, মাভৈঃ॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। গানটি প্রথম প্রকাশিত হয়েছিল জয়তী পত্রিকার 'কার্তিক-পৌষ, ১৩৩৭ (নভেম্বর-ডিসেম্বর ১৯৩০) সংখ্যায়। এই সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ৬ মাস।
     
  • মঞ্চ: কারাগার। নাট্যকার মন্মথ রায় মনোমোহন থিয়েটার। ২৪শে ডিসেম্বর ১৩৩০ (বুধবার ৯ পৌষ ১৩৩৭)। পঞ্চম অঙ্ক। দুই। ধরিত্রীর গান। শিল্পী: নীহারবালা।]
  • পত্রিকা: জয়তী [কার্তিক-অগ্রহায়ণ ১৩৩৭ (নভেম্বর-ডিসেম্বর ১৯৩০)। শিরোনাম: 'কারগারের গান']
  • গ্রন্থ:
    • কারাগার। মন্মথ রায় নাট্যগ্রন্থাবলী দ্বিতীয় খণ্ড [জগদ্ধাত্রী পূজা ১৩৫৮। ২৫শে নভেম্বর ১৯৫১। কারাগার। পঞ্চম অঙ্ক। দুই। ধরিত্রীর গান ]
    • চন্দ্রবিন্দু। প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
  • রেকর্ড:
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • সুরকার: কাজী নজরুল ইসলাম।
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দু ধর্ম, বৈষ্ণব)
    • সুরাঙ্গ: ভজন
    • রাগ: ভৈরবী
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: পা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।