সালাম, সালাম, জামালউদ্দীন (salam salam jamaluddin)

সালাম, সালাম, জামালউদ্দীন আফগানী তস্‌লীম।
এশিয়ার নব-প্রভাত-সূয-পুরুষ মহামহিম॥
সাম্য ওমর ফারুকের তুমি, আলীর জুলফীকার
অসম সাহস খালেদের, মুসা তারেকের তলোয়ার,
নিরাকার কারবালা-প্রান্তরে দুল্‌দুল্‌ আসওয়ার-
জড় ও ক্লীবের মাঝে এসেছিলে আদর্শ মুসলিম॥
কারাগারে তুমি দেখিলে স্বপন কোন্‌ মহামুক্তির
ভাঙিয়া বুলন্দ-দরওয়াজা হলে মুক্ত-লোকে বাহির,
খান্‌ খান্‌ হয়ে টুটিল অমনি চরণের জিঞ্জির-
রাঙিল আকাশ, বন্দীর বুকে জাগিল আশা অসীম॥
শত লাঞ্ছনা জুলুম সহিয়া ভাঙিলে সবার নিদ
বুকের রক্তে সুবহ-সাদেক আনিয়া হ’লে শহীদ,
জাগিল কাবুল, মেসের, ইরান, তুর্ক, আবর, হিন্দ্‌-
তুষার-সাগরে হে চাঁদ আসিয়া জাগালে জোয়ারে ভীম॥
সউদ, কামাল, জগগুল-পাশা, ইবনে-করিম বীর
তোমার মানস-পুত্রের রূপে এলো উন্নত শির,
দীনের জামাল, তরুণ শাহানশাহীর আলমগীর-
'প্রাচী'র গর্ব সাম্য মৈত্রী মানবতার খাদিম॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। জামাল উদ্দিন আফগানি (১৮৩৮/১৮৩৯-৯ মার্চ ১৮৯৭) ছিলেন ঊনবিংশ শতকের একজন ইসলামি আদর্শবাদী, ইসলামি আধুনিকতাবাদের অন্যতম জনক ও প্যান ইসলামিক ঐক্যের একজন প্রবক্তা। তাঁর স্মরণে নজরুল 'জামালউদ্দীন' শিরোনামে একটি কবিতা রচনা করেছিলেন। নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত 'নজরুল সঙ্গীত সংগ্রহ'-এ এই কবিতাটি গান হিসেবে সংকলিত হয়েছে। নজরুল-রচনাবলী জন্মশরবর্ষ সংস্করণ নবম খণ্ডে (বাংলা একাডেমি ঢাকা। আশ্বিন ১৪২২/অক্টোবর ২০১৫। পৃষ্ঠা ৯৯) এটি 'অগ্রন্থিত কবিতা' অংশে অন্তর্ভুক্ত হয়েছে। মুদ্রিত কবিতার নিচে লেখা আছে 'বুলবুল চৈত্র ১৩৩৪। সম্ভবত এর সাল হবে ১৯৩৪। কারণ, হবীবুল্লাহ বাহার চৌধুরী ও তাঁর ছোট বোন শামসুন নাহার মাহমুদের যুগ্ম সম্পাদনায় বুলবুল পত্রিকার প্রকাশনা শুরু হয়েছিল ১৯৩৩ খ্রিষ্টাব্দ থেকে। উক্ত পত্রিকা সংখ্যাগুলো দেখা সম্ভব না হওয়া- রচনাকাল নিয়ে একটু সংশয় থেকেই গেল।

    তবে মোহাম্মদী পত্রিকার ভাদ্র ১৩৪৬ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৯) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ২ মাস।
  • গ্রন্থ:
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২৩৪৮। পৃষ্ঠা ৭১৪]
    • অগ্রন্থিত কবিতা ৮১। শিরোনাম: জামালউদ্দীন। [নজরুল-রচনাবলী জন্মশরবর্ষ সংস্করণ নবম খণ্ড। বাংলা একাডেমি ঢাকা। আশ্বিন ১৪২২/অক্টোবর ২০১৫। পৃষ্ঠা ৯৯]
       
  • পত্রিকা:
    • মোহাম্মদী [ভাদ্র ১৩৪৬ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৯)। শিরোনাম: সালাম]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।