সুরধুনী ধারার মত সুধার সাগর (shurodhuni dharar moto sudhar sagor)

সুরধুনী ধারার মত সুধার সাগর পড়ুক ঝরে;
মাগো এবার ত্রিভুবনের সকল জড়-জীবের ’পরে॥
যত মলিন আঁধার কালো
হোক সুধাময়, লভুক আলো,
সকল জীবই শিব হোক মা সেই সুধাতে সিনান ক’রে॥
তোর শক্তি-প্রসাদ পেয়ে মানুষ হবে অমর সেনা
দিব্য জ্যোতি দেহ পাবে দানব-অসুর ভয় রবে না।
এই পৃথিবী ব্যথাহত
শ্বেত শতদলের মত
মা তোর পূজাঞ্জলি হয়ে উঠবে ফুলে সেই সাগরে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৮ সেপ্টেম্বর (শনিবার, ১২ আশ্বিন ১৩৪৭) সুরাসাগর হিমাংশু দত্তের রচিত গীতিচিত্র  ' মা এল রে' কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল। এই গীতিচিত্রে এই গানটি প্রথম ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১২৪। পৃষ্ঠা: ৬৪০]
  • রেকর্ড: কলম্বিয়া [কলম্বিয়া [সেপ্টেম্বর ১৯৪০ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪৭)]। জিই ২৫৫২। শিল্পী: সন্তান সঙ্ঘ]
  • বেতার : মা এল র [গীতিনকশা]। রচয়িতা: হিমাংশু দত্ত। কলকাতা বেতারকেন্দ্র-ক। চতুর্থ অধিবেশন।  ২৮ সেপ্টেম্বর ১৯৪০ [শনিবার, ১২ আশ্বিন ১৩৪৭]  সান্ধ্য অনুষ্ঠান। সময়: ৮-৮.৩৯
    • [সূত্র:
      • বেতার জগৎ। ১১শ বর্ষ, ১৮শ সংখ্যা। ১৬ সেপ্টেম্বর ১৯৪০। পৃষ্ঠা: ১০০২
      •  The Indian-listener 1940, Vol V, No 18. page 1429

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।