আজ নতুন ক'রে পড়লো মনে মনের মতনে (aj notun kore porlo mone moner motone)

রাগ: গৌড়মল্লার, তাল: কাওয়ালি
আজ     নতুন ক'রে পড়ল মনে মনের মতনে
এই      শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে॥
                কার কথা আজ তড়িৎ-শিখায়
                জাগিয়ে গেল আগুন শিখায়,
ভোলা    যে মোর দায় হ'ল হায় বুকের রতনে।
এই       শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে।
আজ     উতল ঝড়ের কাৎরানিতে গুমরে ওঠে বুক,
নিবিড়   ব্যথায় মূক হয়ে যায় মুখর আমার মুখ।
                    জলো হাওয়ার ঝাপটা লেগে
                    অনেক কথা উঠল জেগে,
আজ     পরান আমার বেড়ায় মেগে একটু যতনে।
এই       শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে॥

  • রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। গানটি প্রথম প্রকাশিত হয়েছিল 'বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা 'র শ্রাব্ণ ১৩২৭ বঙ্গাব্দ সংখ্যায়। ধারণা করা হয়, গানটি রচিত হয়েছিল আষাঢ় মাসের দিকে। এই সময় তিনি মুজফ্‌ফর আহমেদের সাথে কলকাতার 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'র অফিসে বাস করতেন। এই সময় নজরুলের বয়স ছিল ২১ বৎসর ২ মাস।
  • গ্রন্থ:
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ [২ সেপ্টেম্বর ১৯৩০ খ্রিষ্টাব্দ ( মঙ্গলবার, ১৬ ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ)। টপ্পা । ৫। গৌড়মল্লার-কাওয়ালি। পৃষ্ঠা: ৮৯।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] ৭৬। নজরুল গীতিকা। টপ্পা।  গৌড়মল্লার-কাওয়ালি। পৃষ্ঠা: ২২১-২২২]
    • পূবের হাওয়া
      • প্রথম সংস্করণে। আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ (অক্টোবর ১৯২৫) অন্তর্ভুক্ত হয়েছিল। শিরোনাম: স্মরণে
      • নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, মে ২০১১। পূবের হাওয়া। শিরোনাম : 'স্মরণে'। পৃষ্ঠা ৯৯]
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।