আল্লাহ রসুল জপের গুণে কি হ'ল(allah rosul joper gune ki holo)
আল্লাহ রসুল জপের গুণে কি হ'ল দেখ চেয়ে -
সদা ঈদের দিনের খুশিতে তোর পরান আছে ছেয়ে॥
আল্লাহ্র রহমত ঝরে
ঘরে বাইরে তোর উপরে,
আল্লাহ্ রসুল হয়েছেন তোর জীবন-তরীর নেয়ে॥
দুখে সুখে সমান খুশি নাই ভাবনা ভয়,
তুই দুনিয়াদারি করিস তবু আল্লাহ্তে মন রয়।
মরণকে আর ভয় নাই তোর,
খোদার প্রেমে পরান বিভোর,
তিনি দেখেন তোর সংসার তোরি ছেলেমেয়ে॥
ভাবসন্ধান: এই গানে আল্লাহ এবং রসুলের বন্দনার মহিমা উপস্থাপন করা হয়েছে। আল্লাহ এবং তাঁর হাবিব (বন্ধু) হজরত মুহম্মদ (সাঃ)-এর নামজপের গুণের কারণে ইমানদার মুসলমানদের অন্তর সর্বদা ঈদের দিনের মিলনোৎসবের খুশিতে আচ্ছন্ন হয়ে থাকে। আল্লাহর রহমত তাঁর বান্দাদের ঘরে বাইরে বর্ষিত হয়। কারণ আল্লাহর বান্দাদের জীবন-তরীর মাঝি রূপে বিরাজ করেন আল্লাহ-রসুল।
দুখে ও সুখে এঁরা সর্বদা বান্দাদের পাশে থাকেন, তাই তাদের কোনো কিছুতেই ভয় নেই। বান্দাদের প্রতি কবির একান্ত অনুরোধ, সংসারের সকল দায়িত্ব পালন করলেও, তারা যেন কেউ আল্লাহ-রসুলকে ভুলে না যায়।
যদি আল্লাহর প্রেমে মন-প্রাণ বিভোর থাকে, তাহলে মৃত্যুর ভয় জয় করা সম্ভব। কারণ আল্লাহ তাঁর বান্দা এবং তাঁদের সন্তানদের তিনিই দেখভাল করেন।
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৫) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৮ মাস।
গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৬০৭। তাল: ফেরতা (দাদরা, ঝাঁপ ও কাহারবা। পৃষ্ঠা: ১৮৫]