পরদেশী প্রিয়তম এসো ফিরে (Porodeshi priyotomo esho fire)
পরদেশী প্রিয়তম, এসো ফিরে মোর ঘরে।
গোধূলি-গগনের সজল কাজল মেঘ ভরে॥
দিগন্তে বনান্তে হেরি’ তব আগমনী
নীপবন শিহরিত মত্ত পবন-শরে॥
বিরহ-গগন মম ঢাকা যে কালো মেঘে,
আকুল এ-প্রাণ মম ঝুরিছে তোমারে মেগে’।
এসো প্রিয়, ঝড়ের রাতে, এ শূন্য ঘরে –
বিরহী পরান মন কাঁদিছে তোমারি তরে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৫২৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৫৯।