তুমি দুখের বেশে এলে (tumi dukher beshe ele)

তুমি দুখের বেশে এলে বলে ভয় করি কি, হরি!
দাও ব্যথা যতই তোমায় ততই নিবিড় করে ধরি।
                            আমি ভয় করি কি হরি॥
            আমি শূন্য করে তোমার ঝুলি
            দুঃখ নেব বক্ষে তুলি,
আমি করব দুঃখের অবসান আজ সকল দুঃখ বর॥
        কত সে মন কত কিছুই
        হজম করে ফেলি নিতুই,
এক মনই তো দুঃখ দেবে তারে নাহি ডরি॥
        তুমি তুলে দিয়ে সুখের দেয়াল,
        ছিলে আমার প্রাণের আড়াল,
আজ আড়াল ভেঙে দাঁড়ালে মোর সকল শূন্য হরি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ) মাসে প্রকাশিত 'চন্দ্রবিন্দু' সঙ্গীত-সংকলনে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩২ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • চন্দ্রবিন্দু
      • প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। চন্দ্রবিন্দু। ৩। বাউল। পৃষ্ঠা: ১৬৪]
    • বনগীতি
      • প্রথম সংস্করণ [১৩ অক্টোবর ১৩৩২ (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)। বাউল-খেমটা। পৃষ্ঠা: ৭৪]
      • নজরুল-রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮/মে ২০১১। বনগীতি। ৫১ সংখ্যক গান। বাউল-খেমটা। পৃষ্ঠা ২০৮-২০৯]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৯১৬।  পৃষ্ঠা: ৫৭৭-৫৭৮]
    • প্রচার পুস্তিকা। শ্রীশ্রীতারেকশ্বর। ৫ম গান।
    • নজরুল-সঙ্গীত স্বরলিপি ঊনপঞ্চাশতম খণ্ড। স্বরলিপিকার: ইদ্‌রিস আলী। কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ৮২-৮৬ [নমুনা]
       
  • রেকর্ড:
    • এইচএমভি [জানুয়ারি ১৯৩২ (পৌষ-মাঘ ১৩৩৮)। এন ৩৮৩৩। শিল্পী: ধীরেন দাস।]
    • টুইন। নরমেধ (নাটক)। নাট্যকার: মন্মথ রায় [জানুয়ারি ১৯৩৬ (পৌষ-মাঘ ১৩৪২)। এফটি ৪২১০। চরিত্র: বাউল। শিল্পী: দেবেন বিশ্বাস] 
       
  • চলচ্চিত্র: শ্রীশ্রীতারেকশ্বর (২৮ নভেম্বর ১৯৫৮)। পরিচালক: বংশী আশ।
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
    • ইদ্‌রিস আলী। ১৯৩২ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: ধীরেন দাস] স্বরলিপি অনুসারে, স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপ ঊনপঞ্চাশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে।  [নমুনা]
       
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (সাধারণ, বৈষ্ণব)
    • সুরাঙ্গ: বাউলাঙ্গ

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।