থাক সুন্দর ভুল আমার ছলনা-মধুর তব মন (thak shundor vul amar chholona-modhur tobo mon)
থাক সুন্দর ভুল আমার ছলনা-মধুর তব মন।
ভুল করে তুমি 'ভালোবাসি' বলে দিও গো ভুলের হরষণ॥
মরীচিকা থাক, না থাকুক জল
ভোলাবে তৃষ্ণা সেই মায়া-ছল,
তাহারই আশায় আজও বাঁচি হায়, মরুভুমে ধাই অনুখন॥
রাঙা রামধনু বৃষ্টির শেষে
জানি জানি প্রিয়, সত্য নহে সে,
নিমেষে উঠিয়া সে মেশে তবু রেঙে ওঠে এ গগন॥
প্রভাত ভাবিয়া কাক-জ্যোৎস্নায়
জাগিয়া যেমন পাখি গান গায়
তেমনই পরান গেয়ে যাক গান হোক সে অকাল জাগরণ॥
- রচনাকাল ও স্থান: নজরুলের পাণ্ডুলিপিতে লেখা আছে 'দার্জ্জিলিং/ ২১-৬-৩১/সকাল'। উল্লেখ্য, ১৯৩১ খ্রিষ্টাব্দের ১৪ জুন (রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৩৩৮) নজরুল নিজের গাড়ি নিয়ে বন্ধু-বান্ধবদের সাথে দার্জিলিং ভ্রমণ করেন। এই ভ্রমণে অন্যান্যদের সাথে তাঁর সঙ্গিনী ছিলেন বর্ষবাণী পত্রিকার সম্পাদিকা সুন্দরী ও সাহিত্যরসিকা জাহানআরা চৌধুরী। দার্জিলিং- নজরুলের সাথে তাঁর বিশেষ হৃদ্যতা গড়ে উঠেছিল। এখানে নজরুল তাঁর খাতায় বেশকিছু কবিতা ও গান লিখে দিয়েছিলেন। এর ভিতরে ২৩শে জুন (মঙ্গলবার, সকাল ৮ আষাঢ় ১৩৩৮) নজরুল এই গানটি জাহানআরা চৌধুরীর খাতায় লিখেছিলেন। এর শিরোনাম ছিল 'গান'। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ১ মাস।
- নজরুলের পাণ্ডুলিপি: পাণ্ডুলিপি
- গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৫৯ সংখ্যক গান। ভৈরবী-কার্ফা। পৃষ্ঠা: ২৫৯-২৬০]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। রাগ: ভৈরবী, তাল: কাহারবা। গান সংখ্যা ২১৮০। পৃষ্ঠা: ৬৫৬]
- প্রাতিকা। বারিষিকী (১৩৩৮)
- সুর-সাকী
- রেকর্ড: মেগাফোন [ফেব্রুয়ারি ১৯৩৩ (মাঘ-ফাল্গুন ১৩৩৯)]। জে.এন.জি ৪৬। শিল্পী: হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। [শ্রবণ নমুনা]