আজ বাদে কাল আসবে কি না ( aj bade kal ashbe kina)
আজ বাদে কাল আসবে কি না
কে জানে ভাই কে জানে।
ভোল রে ব্যথা বেদন-আতুর,
লাল শরাব-ভরপুর-প্রাণে॥
ঝরছে শরাব জ্যোৎস্না-উজল,
হাসতেছে চাঁদ ঝলমল,
কালকে এ চাঁদ খুঁজবে বৃথাই,
হারিয়ে যাব কোন্খানে॥
প্রেমিক যত আমার মতো
মদের রঙে হোক রঙিন,
হোক দিওয়ানা মস্ত্ নেশায়
নিমেষ-সুখের সন্ধানে॥
এমনি চোখে হেরি ধরায়
দুঃখ ব্যথার অন্ত নাই,
কালের কথা আজ ভুলে যাই
দুখ-ভুলানো মদ পানে॥
- ভাবসন্ধান: নজরুলের তাঁর অনূদিত ওমর খৈয়ামের দুটি রুবাই (৩৩-৩৪)-এর ভাবানুসারে তিনি এই গানটি রচনা করেছিলেন।
মরণশীল মানুষের কাছে বর্তমানটাই সত্য, আগামীকাল সে দেখতে পাবে কিনা তা কেউ জানে না। তাই কবি ব্যথা, বেদনা ভুলে প্রাণ ভরে লাল শরাব পান করার কথা বলছেন। এই লাল শরাব হলো- আল্লার প্রেমের-নেশা। আজকের এই দিন শেষে আল্লার প্রেমের শরাব পান করার হয়তো সুযোগ থাকবে কিনা না, তা কেউ জানে না। তাই যতটুকু পারা যায়, এই লাল শরাব পান করে সব কিছু ভুলে থাকা যায়।
আল্লার প্রেমের শরাবে জ্যোৎস্না মাখা উজ্জ্বল যে চাঁদ হয়ে ঝলমল করছে, কালকে হয়তো সেই চাঁদ কোথায়ও খুঁজে পাওয়া যাবে না। তাই কবির অভিমত, তাঁর মতো যাঁরা খোদার প্রেমিক, তাঁরা যেন খোদার প্রেমের মদ পান করে নেয়, যেন তাঁর প্রেমের মতই সব রঙিন হয়ে উঠে। কবির কামনা নিমেষের আনন্দের এই নেশায় সবাই মত্ত হয়ে উঠুক। প্রতিদিনের পার্থিব জগতে দুঃখের অন্ত নাই। তাই কবি বিগত সকল দুঃখকে ভুলে থাকেন খোদার প্রেমের রঙিন মদ পান করে।
নজরুলের অনূদিত ওমর খৈয়ামের ৩৩-৩৪ রুবাই৩৩
৩৪
তারই আমি বান্দা গোলাম, শৌখিন যে রস-পিয়াসি।
গলায় যাহার দোলায় বিধি পাগল প্রেমের শিকলি ফাঁসি।
প্রেমের এবং প্রেম জানানোর স্বাদ অ-রসিক বুঝবে কীসে?
পান করে এ সুরার ধারা সুর-লোকের রূপ-বিলাসী॥
হয় না ধরার বিভবরাশি জোর জুলুমে হস্তগত,
আনন্দের এই জীবন-সুধার পায় নাকো স্বাদ বিষাদ-হত।
খুঁজছ তুমি পাঁচটা দিনের দুঃখ ভোগের পরিশ্রমে,
সাতশো হাজার বছর ধরে জমল ধরায় খুশি যত!! - রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৭ বঙ্গাব্দের ভাদ্র মাসে প্রকাশিত 'নজরুল গীতিকা' গ্রন্থে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। উল্লেখ্য, একই সময়ে গানটি উত্তরা পত্রিকায় (ভাদ্র ১৩৩৭) গানটি প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ৩ মাস
- গ্রন্থ
- নজরুল-গীতিকা
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। ওমর খৈয়াম-গীতি। ৪ । ভূপালী মিশ্র-কাহারবা। পৃষ্ঠা ৪]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] নজরুল গীতিকা। ওমর খৈয়াম-গীতি। ৪। ভূপালী মিশ্র-কাহারবা।। পৃষ্ঠা: ১৭২-১৭৩]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। গান সংখ্যা ১৮১৫।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলাম। সুফিদর্শন। আল্লার প্রেম।
- নজরুল-গীতিকা