দরিয়ায় ঘোর তুফান, পার করো নাইয়া (doriyay ghor tufan, par koro naiya)

দরিয়ায় ঘোর তুফান, পার করো নাইয়া।
রজনী আঁধার ঘোর, মেঘ আসে ছাইয়া॥
যাত্রী গুনাহ্‌গার জীর্ণ তরণী,
অসীম পাথারে কাঁদি পথ হারাইয়া॥
হে চির কাণ্ডারী, পাপে তাপে বোঝাই তরী,
তুমি না করিলে পার, পার হব কেমন করি।
সুখ-দিন ভুলে থাকি, বিপদে তোমারে স্মরি,
ডুবাবে কি তব নাম, আমারে ডুবাইয়া॥
মা-র কাছে মার খেয়ে শিশু যেমন মাকে ডাকে,
যত দাও দুখ শোক, ততই ডাকি তোমাকে।
জানি শুধু তুমি আছ, আসিবে আমার ডাকে,
তোমারই এ তরি প্রভু, তুমি চলো বাহিয়া॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের ১৫ অক্টোবর (শনিবার ২৯ আশ্বিন ১৩৩৯), ' জুলফিকার' নামক গীতি-গ্রন্থে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • জুলফিকার
      • প্রথম সংস্করণ। ১৫ অক্টোবর ১৯৩২ (শনিবার ২৯ আশ্বিন ১৩৩৯)। ২১ সংখ্যক গান। জংলা-দাদরা।
      • নজরুল রচনাবলী,  জন্মশতবর্ষ সংস্করণ। চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা।  জ্যৈষ্ঠ ১৪১৪, মে ২০০৭। জুলফিকার। ২১ সংখ্যক গান। জংলা-দাদরা। পৃষ্ঠা: ৩০৫-৩০৬]
  • রেকর্ড: টুইন [নভেম্বর ১৯৩২ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৩৯)। এফট ২২৯১। শিল্পী: তাকরিমুদ্দীন আহমেদ]
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।