দুঃখ কি ভাই, হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে (dukkho ki vai, harano shudin varote abar ashibe fire)

  বোধন

দুঃখ কি ভাই, হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে ।
দলিত শুস্ক এ মরুভূ পুন  হ 'য়ে গুলিস্তাঁ হাসিবে ধীরে॥
কেঁদো না, দ 'মো না, বেদনা-দীর্ণ এ প্রাণে আবার আসিবে শক্তি,
দুলিবে শুষ্ক শীর্ষে তোমারও সবুজ প্রাণের অভিব্যক্তি।
জীবন -ফাগুন যদি মালঞ্চ-ময়ূর-তখ্‌তে আবার বিরাজে,
শোভিবেই ভাই, ঐ ত সেদিন, শোভিবে এ-শিরও পুষ্প -তাজে॥

২.
হ'য়ো না নিরাশ, অজানা যখন ভবিষ্যতের সব রহস্য,
যবনিকা-আড়ে প্রহেলিকা-মধু, 
বীজেই সুপ্ত স্বর্ণ শস্য।
অত্যাচার আর উৎপীড়নে সে আজিকে আমরা পর্যুদস্ত,
ভয় নাই ভাই! ঐ যে খোদার মঙ্গলময় বিপুল হস্ত!
দুঃখ কি ভাই, হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে,
দলিত শুস্ক এ মরুভূ পুনঃ হ 'য়ে গুলিস্তাঁ হাসিবে ধীরে॥


দু'দিনের তরে গ্রহ-ফেরে ভাই সব আশা যদি না হয় পূর্ণ,
নিকট সেদিন, রবে না এ দিন, হবে জালিমের গর্ব চূর্ণ!
পুণ্য-পিয়াসী যাবে যারা ভাই মক্কার পূত তীর্থ লভ্যে;
কণ্টক-ভয়ে ফিরবে না তারা বরং পথেই জীবন সঁপবে।
দুঃখ কি ভাই, হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে,
দলিত শুষ্ক এ মরুভূ পুন হয়ে গুলিস্তাঁ হাসিবে ধীরে॥


অস্তিত্বের ভিত্তি মোদের বিনাশেও যদি ধ্বংস-বন্যা,
সত্য মোদের কাণ্ডারি ভাই, তুফানে আমরা পরোয়া করি না।
যদিও এ পথ ভীতি-সঙ্কুল, লক্ষ্যস্থলও কোথায় দূরে,
বুকে বাঁধ্ বল, ধ্রুব-অলক্ষ্য আসিবে নামিয়া অভয় তূরে।
দুঃখ কি ভাই, হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে,
দলিত শুষ্ক এ মরুভূ পুন হয়ে গুলিস্তাঁ হাসিবে ধীরে॥


অত্যাচার আর উৎপীড়নে সে আজিকে আমরা পর্যুদস্ত,
ভয় নাই ভাই! রয়েছে খোদার মঙ্গলময় বিপুল হস্ত!
কী ভয় বন্দী, নিঃস্ব যদিও, আমার আঁধারে পরিত্যক্ত,
যদি রয় তব সত্য-সাধনা স্বাধীন জীবন হবেই ব্যক্ত!
দুঃখ কি ভাই হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে,
দলিত শুষ্ক এ মরুভূ পুন হয়ে গুলিস্তাঁ হাসিবে ধীরে॥

  • রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। এই গানটি প্রথম প্রকাশিত হয়েছিল 'মোসলেম ভারত' পত্রিকার জ্যৈষ্ঠ ১৩২৭ (মে-জুন ১৯২০ খ্রিষ্টাব্দ)। এর শিরোনাম ছিল 'বোধন'। হাফিজের গজল 'য়ুসোফে গম্ গশতা বাজ আয়েদ বৎ-কিন্ আন গম্ মখোর' ভাবছায়া অবলম্বনে গানটি রচনা করেছিলেন। সম্ভবত গানটি তিনি বৈশাখ মাসে রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ২০ বৎসর ১১ মাস।
     
  • পত্রিকা: 'মোসলেম ভারত'। জ্যৈষ্ঠ ১৩২৭ (মে-জুন ১৯২০ খ্রিষ্টাব্দ)। শিরোনাম 'বোধন'।
  • গ্রন্থ: বিষের বাঁশী।প্রথম সংস্করণ [১৬ই শ্রাবণ ১৩৩১ বঙ্গাব্দ (শুক্রবার ১ আগষ্ট ১৯২৪ খ্রিষ্টাব্দ)।  শিরোনাম: বোধন। পাদটীকায় লেখা ছিল "হাফিজের যূসোফ গুম্ গশ‌তা বাজ আয়েদ ব-কিনান গম্ মখোর' গজল অবলম্বনে।
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: স্বদেশ। আশ্বা

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।