দুঃখ সাগর মন্থন শেষ ভারতলক্ষ্মী আয় মা আয় (dukkho shagor monthon shesh varotlokkhi ay maa ay)

 দুঃখ সাগর মন্থন শেষ ভারতলক্ষ্মী আয় মা আয়
কবে সে ডুবিলি অতল পাথারে উঠিলি না আর হায় মা হায়॥
            মন্থনে শুধু উঠে হলাহল
            শিব নাই পান কে করে গরল
অমৃত ভাণ্ড লয়ে আয় মাগো জ্বলিয়া মরি বিষের জ্বালায়॥
হরিৎ ক্ষেত্রে সোনার শস্যে দুলে না আর তোর আঁচল
শুকায়েছে মাগো মায়ের স্তন্য গাভীর দুগ্ধ নদীর জল।
            চাই না মোক্ষ চাই মা বাঁচিতে
            অক্ষয় আয়ু লয়ে ধরণীতে
চাই প্রাণ চাই ক্ষুধায় অন্ন মুক্ত আলোকে মুক্ত বায়॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৯৩২) মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • সুর-সাকী।
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২] গান সংখ্যা ৫২। গৌর সারং-একতালা
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।  সুর-সাকী। ৫২। গৌর সারং-একতালা। পৃষ্ঠা: ২৫২]
         
  • রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩২ (আশ্বিন-কার্তিক ১৩৩৯)। পি ১১৭৫৫  শিল্পী: কে মল্লিক] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: নিখিলরঞ্জন নাথ [নজরুল সঙ্গীত স্বরলিপি, তেইশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। কার্তিক ১৪০৯ নভেম্বর ২০০২ খ্রিষ্টাব্দ] ১৩ সংখ্যক গান [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি ও স্বদেশ
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী
    • রাগ: গৌড়সারং
    • তাল: একতাল
    • গ্রহস্বর: ন্

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।