দুধে আলতায় রং যেন তার সোনার অঙ্গ ছেয়ে (dudhe altay rong jeno tar)

দুধে আলতায় রং যেন তার সোনার অঙ্গ ছেয়ে
            (সে) ভিন্‌ গেরামের মেয়ে।
চাঁদের কথা যায় ভুলে লোক তাহার মুখে চেয়ে,
            ভিন্‌ গেরামের মেয়ে॥
ও পারে ওই চরে যখন চুল খুলে সে দাঁড়ায়,
কালো মেঘের ভিড় লেগে যায় আকাশের ওই পাড়ায়,
পা ছুঁতে তার নদীর জরে (ও ভাই) জোয়ার আসে ধেয়ে॥
চোখ তুলে সে মেঘের পানে ভুরু যখন হানে,
অম্‌নি ওঠে রামধনু গো সেই চাহনির টানে।
কপালের সে ঘাম মুছে গো আঁচল যখন খুলে,
ধানের ক্ষেতে ঢেউ খেলে যায়, দরিয়া ওঠে দুলে।
আমি চোখের জলে খুঁজি তারেই (ও ভাই) দুখের তরী বেয়ে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। সওগাত পত্রিকার 'কার্তিক ১৩৩৯' (অক্টোবর-নভেম্বর ১৯৩২) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৫ মাস।
     
  • পত্রিকা: সওগাত। কার্তিক ১৩৩৯ (অক্টোবর-নভেম্বর ১৯৩২)।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]। ভাটিয়ালি-কার্ফা। পৃষ্ঠা: ৬৪
      • নজরুল রচনাবলী, জন্মজয়ন্তী সংস্করণ। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৫৭। ভাটিয়ালি-কার্ফা। পৃষ্ঠা ২৫৮-২৫৯
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২৪৭। তাল: কাহার্‌বা। পৃষ্ঠা: ৬৭৩।]
       
  • রেকর্ড: মেগাফোন [অক্টোবর ১৯৩৩ (আশ্বিন-কার্তিক ১৩৪০)]। জেএনজি ৭৩। শিল্পী: নিমাইচরণ চক্রবর্তী।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।