আজ ভারতের নব আগমনী জাগিয়া উঠেছে মহাশ্মশান (aj bharoter nobo agomoni jagiya utheche mohashoshan)

আজ ভারতের নব আগমনী জাগিয়া উঠেছে মহাশ্মশান
জাগরণী গায় প্রভাতের পাখি ফুলে ফুলে হাসে গোরস্থান॥
            ট’লেছে অটল হিমালয় আজি
            সাগরে শঙ্খ উঠিয়াছে বাজি’
হলাহল শেষে উঠেছে অমৃত বাঁচাইতে মৃত মানব-প্রাণ॥
            আঁধারে ক’রেছে হানাহানি যারা
            আলোকে চিনেছে আত্মীয় তা’রা
এক হয়ে গেছে খ্রীস্টান, শিখ, হিন্দু, পারসি, মুসলমান।
            এই তাপসীর চরণের তলে
            লভিয়াছে জ্ঞান শিক্ষা সকলে
আবার আসিবে তারা দলে দলে করিতে পুণ্য-তীর্থ-স্নান॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের ২৩ আষাঢ় (৭ জুলাই, ১৯৩২ ) মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • সুর-সাকী
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]।  গান সংখ্যা ৮৫। ভৈরবী-দাদরা
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।  সুর-সাকী। গান সংখ্যা ৮৫। ভৈরবী-দাদরা। পৃষ্ঠা: ২৭৬]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। গান সংখ্যা ৭৪৫।
       
  • রেকর্ড: মেগাফোন। ডিসেম্বর ১৯৩২ (অগ্রহায়ণ-পৌষ ১৩৩৯)  জেএনজি ২৬। শিল্পী ধীরেন দাস [শ্রবণ নমুনা]

    এর জুড়ি গান: ত্রিংশ কোটি তব সন্তান ডাকে তোরে 
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন [একবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা] দ্বিতীয় গান।[নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: স্বদেশ
    • সুরাঙ্গ: স্বকীয়
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: র্সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।