দাও আরো আরো দাও সুরা আর সুর (dao aro aro dao shura ar shur)

দাও আরো আরো দাও সুরা আর সুর।
প্রাণের পাত্র কর সুখে ভরপুর॥
বাজুক অধীর হ’য়ে
নূপুর জলদ লয়ে,
সমতালে তাল দিক কাঁকন-কেয়ূর॥
সুর ও সুরার ঝোঁক
ধরায় অমর হোক,
এই সে-স্বর্গলোকে আয় তৃষাতুর॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪২) মাসে, মন্মথ রায়ের, রচিত নাটক 'নরমেধ' টুইন রেকর্ড কোম্পানি প্রকাশ করেছিল। এই নাটকে গানটি ছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ৭ মাস।
     
  • রেকর্ড: টুইন। নরমেধ (নাটক)। নাট্যকার: মন্মথ রায় [জানুয়ারি ১৯৩৬ (পৌষ-মাঘ ১৩৪২)। এফটি ৪২০৬। নর্তকীগণের গান] 
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ [নজরুল সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬] ১৮ সংখ্যক গান। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: উৎসব
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।