দোলে নিতি নব রূপের ঢেউ-পাথার (dole niti nobo ruper dheu pathar)

দোলে নিতি নব রূপের ঢেউ-পাথার ঘনশ্যাম তোমারি নয়নে।
আমি হেরি যে নিখিল বিশ্বরূপ-সম্ভার তোমারি নয়নে॥
            তুমি পলকে ধর নাথ সংহার-বেশ,
            হও পলকে করুণা-নিধান পরমেশ।
নাথ ভরা যেন বিষ অমৃতের ভাণ্ডার তোমার দুই নয়নে॥
            ওগো মহা-শিশু, তব খেলা-ঘরে
            একি বিরাট সৃষ্টি বিহার করে,
সংসার চক্ষে তুমিই হে নাথ, সংসার তোমারি নয়নে॥
            তুমি নিমেষে রচি নব বিশ্বছবি
            ফেল নিমেষে মুছিয়া হে মহাকবি,
করে কোটি কোটি ব্রহ্মাণ্ড বুবন-সঞ্চার তোমারি নয়নে॥
            তুমি ব্যাপক ব্রহ্ম চরাচরে
            জড় জীবজন্তু নারী-নরে,
কর কমল-লোচন, তোমার রূপ বিস্তার হে আমারি নয়নে॥

  • রচনাকাল ও স্থান:  রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। জয়তী পত্রিকার 'শ্রাবণ-আশ্বিন ১৩৩৮ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩১)' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। উল্লেখ্য, আলেয়া নাটকের জন্য এই গানটি রচিত হলেও, শেষ পর্যন্ত তা ব্যবহৃত হয় নি। এই সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ৫-৬ মাস।
     
  • গ্রন্থ:
    • বনগীতি
      • প্রথম সংস্করণ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)। ভজন। ভীমপলশ্রী-কার্ফা। পৃষ্ঠা ৩৬-৩৭] ।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। বনগীতি। ২৩ সংখ্যক গান। ভজন। ভীমপলশ্রী-কার্ফা। পৃষ্ঠা: ১৯১-১৯২]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৯৫০। রাগ: ভীমপলশ্রী, তাল: কাহার্‌বা। পৃষ্ঠা: ৮৫৭।
  • পত্রিকা:
    • বেতার জগৎ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৪ই জানুয়ারি (বৃহস্পতিবার ২৯ পৌষ ১৩৩৮)। স্বরলিপিকার: পঙ্কজকুমার মল্লিক। ২৮১: পৃষ্ঠা ]
    • জয়তী [শ্রাবণ-আশ্বিন ১৩৩৮ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩১)]
       
  • রেকর্ড:
    • এইচএমভি [নভেম্বর ১৯৩২ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৩৯)]। পি ১১৭৫৭ শিল্পী: ইন্দুবালা]
    • টুইন [জুলাই ১৯৩৫ (আষাঢ়-শ্রাবণ ১৯৪২)। এফটি ৪০১৯। শিল্পী: ইন্দুবালা]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।