অচেনা সুরে অজানা পথিক (ochena sure ojana pothik)
রাগ: পিলু, তাল: কাহার্বা
অচেনা সুরে অজানা পথিক
নিতি গেয়ে যায় করুণ গীতি।
শুনিয়া সে গান দু'লে ওঠে প্রাণ
জেগে ওঠে কোন্ হারানো স্মৃতি॥
ঘুরিয়া মরে উদাসী সে সুর
সাঁঝের কূলে বিষাদ-বিধুর,
নীড়ে যেতে হায় পাখি ফিরে চায়,
আবেশে ঝিমায় কুসুম-বীথি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
- গ্রন্থ:
- গুলবাগিচা'
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। গুল-বাগিচা-৩০। পিলু-কার্ফা। পৃষ্ঠা: ৩৫]
- নজরুল রচনাবলী, জন্মজয়ন্তী সংস্করণ পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৩০। পিলু-কার্ফা। পৃষ্ঠা ২৪২]
- গুলবাগিচা'
- পত্রিকা: মাহে নও [মাঘ, ১৩৬৪ বঙ্গাব্দ] (জানুয়ারি-ফেব্রুয়ারি, ১৯৫৮ খ্রিষ্টাব্দ)।