নমো হে নমো যন্ত্রপাতি নমো নমো অশান্ত (nomo he nomo jontropati nomo nomo oshanto)

নমো হে নমো যন্ত্রপাতি নমো নমো অশান্ত।
তন্ত্রে তব ত্রস্ত ধরা, সৃষ্টি পথভ্রান্ত॥
বিশ্ব হ’ল বস্তুময় মন্ত্রে তব হে,
নন্দন-আনন্দে তুমি গ্রাসিলে মহাধ্বান্ত॥
শঙ্কর হে, সে কোন্‌ সতী-শোকে হ’য়ে নৃশংস
বসেছ ধ্যানে, হয়েছ জড়, সাধিতেছ এ ধ্বংস
রুক্ষ তব দৃষ্টি-দাহে শুষ্ক সব হে,
ভীষণ তব চক্রাঘাতে নির্জিত যুগান্ত॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনার কোনো সুনির্দিষ্ট তারিখ পাওয়া যায় না। নওরোজ পত্রিকার  'শ্রাবণ ১৩৩৪ বঙ্গাব্দ (জুলাই ১৯২৭) সংখ্যা'য় 'সারা ব্রিজ' নামক একটি নাটিকার প্রথম ও দ্বিতীয় দৃশ্য প্রকাশিত হয়েছিল। এই গানটি এই নাটকের সাথে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৮ বৎসর ২ মাস।
     
  • পত্রিকা: নওরোজ। শ্রাবণ ১৩৩৪ (জুলাই-আগষ্ট ১৯২৭)। সারা ব্রিজ। প্রথম অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। যন্ত্র, ইট, কাঠ, পাথর, লোহা'র বন্দনাগীত।
  • গ্রন্থ:
    • ঝিলিমিলি (সংকলন গ্রন্থ)
      • প্রথম সংস্করণ (নভেম্বর ১৯৩০। অগ্রহায়ণ ১৩৩৭)। সেতুবন্ধ (একাঙ্কিকা)। প্রথম অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। যন্ত্র, ইট, কাঠ, পাথর, লোহা'র বন্দনাগীত
      • নজরুল-রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সেতুবন্ধ। প্রথম অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। যন্ত্র, ইট, কাঠ, পাথর, লোহা'র বন্দনাগীত পৃষ্ঠা: ৩৭৫।
    • বুলবুল।
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ।  বুলবুল। গান ৪০। বৃন্দাবনী সারং-ঝাঁপতাল।
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ৪০। বৃন্দাবনী সারং-ঝাঁপতাল। পৃষ্ঠা: ১৭৫-১৭৬]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।